গৌরীপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থীই জামানত হারিয়েছেন। এ উপজেলার মোট ভোটার সংখ্যা হচ্ছে ২ লাখ ৭৬ হাজার ৪০ জন। গত ৭ জানুয়ারি ৯১টি কেন্দ্রে ও ১৩ জানুয়ারী ১টি স্থগিত কেন্দ্রে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন ১ লাখ ২২হাজার ৪৪৭ জন। কাস্টিং ভোটের শতকরা হার ৪৩.৩৬ শতাংশ। নিয়মানুযায়ী কাস্টিং ভোটের ১২শতাংশ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার মো. ফারুক মিয়া সাংবাদিকদের জানান, কাস্টিং ভোটের ১২শতাংশ ভোট না পাওয়ায় এ আসনে ৯জনের মধ্যে ৭জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী মোঃ জামাল উদ্দিন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, বাংলাদেশ পিপলস পার্টি (এনপিপি) আম প্রতীকের প্রার্থী শফিউল আলম লিংকন, কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরীফ হাসান অণু, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজনীন আলম, ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য মোর্শেদুজ্জামান সেলিম ও কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন।

জামানত বহাল রয়েছে ৫৪হাজার ৪শ ৯১ ভোট পেয়ে নির্বাচিত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট নিলুফার আনজুম (নৌকা) ও ৫২হাজার ৫শ ৬৬ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা (ট্রাক)।

নির্বাচনে ফলাফলে দেখা গেছে, সোনালী আঁশ প্রতীক ১৫৩ ভোট, লাঙ্গল প্রতীক ৩৫১ ভোট, আম প্রতীক ১১৮ ভোট, কেটলি প্রতীক ৯হাজার ২৩০ ভোট, ঈগল প্রতীক পেয়েছে ২হাজার ২৫১ ভোট, ফুলকপি প্রতীক পেয়েছ ১০২ ভোট ও কাঁচি প্রতীক পেয়েছে ৮৯৩ ভোট।

তন্মধ্যে, লাঙ্গল ও ফুলকপি প্রতীকের প্রার্থী সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হওয়ার আগেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।

(এস/এসপি/জানুয়ারি ১৫, ২০২৪)