ফয়জুল মুনির, পটুয়াখালী : পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে পুলিশ সুপার ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

গত রবিবার পুরাতন টাউন হলের সামনে “স্বর্না ভবনে” পটুয়াখালী জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলার সুযোগ্য পুলিশ সুপার ও সহকর্মী পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের অনুষ্ঠানে, সভাপতি সৈয়দ এনায়েতুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বলেন, পুলিশ ও সাংবাদিকতার পেশা অনেকটা একই রকম। আমরা সকলেই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করি। দেশের উন্নয়নে এবং সরকারের সহযোগিতায় সাংবাদিকদের বিশেষ ভূমিকা রয়েছে। আপনাদের মাধ্যমে আমরা আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাই। প্রয়োজনে আপনাদের জন্য পুলিশের সহযোগিতা থাকবে।

অনুষ্ঠানে পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার আহাম্মদ মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মুহাম্মদ জুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম সজল, অফিসার ইনচার্জ পটুয়াখালী সদর থানা মোঃ জসীম উদ্দীন উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. নাজিম উদ্দিন, সহসভাপতি মো. জুয়েল মৃধা, আল মামুন, দপ্তর সম্পাদক সুমন দাস অভি, সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন সুজন, অর্থ সম্পাদক মো. মন্জুর মোর্শেদ তুহিনসহ ক্লাবের ৩২ জন সদস্যবৃন্দ। মতবিনিময় পর্বে উপস্থিতে ফটোসেশন শেষে সকলে নৈশ ভোজে অংশ নেন।

(এফএম/এসপি/জানুয়ারি ১৫, ২০২৪)