রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিক ছাড়া আর কোন অপশক্তির কর্তৃত্ব চলবে না  বলে মন্তব্য করেছেন সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু। আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক চত্বরে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। 

এমপি আশরাফুজ্জামান আশু আরও বলেন, সাতক্ষীরায় যে কয়টি প্রতিষ্ঠান ও সংস্থায় এতদিন দূর্নীতি ও অপশাসন চলেছে তা শীঘ্রই বন্ধ করা হবে।

নবনির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুর সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম নজরুল ইসলাম, জেলা আ.লীগের সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ ও জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান।

(আরকে/এসপি/জানুয়ারি ১৬, ২০২৪)