সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডলের বিরুদ্ধে চিংড়ি ঘের দখলের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগী চাষীরা। আজ বৃহস্পতিবার দুপুরে মোংলা উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন করেন তারা। 

মানববন্ধনে চিংড়ি ঘের মালিক মো. কালাম শেখ বলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উৎপল কুমার মন্ডল দলীয় প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিঠাখালী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছোট-বড় মিলিয়ে ৩০/৪০টি ঘের দখল করে নেয়। আমার সাঁতঘরিয়া এলাকার তার ৭ বিঘার চিংড়ি ঘেরটি দুই বছর আগে দখল করেন ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল। এরপর থেকে থানা পুলিশ ও অন্যান্য জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও তিনি তার কোন প্রতিকার পাননি। দুই বছর ধরে কোন বিচার ও প্রতিকার না পেয়ে অবশেষে তার ঘের ফিরে পাওয়ার দাবীতে প্রশাসনসহ সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন আমি একজন দিনমজুর চাষী, তাই এখন ভীষণ নিরুপায় হয়ে পড়েই ঘেরটি ফেরত পাওয়ার আকুতি জানিয়ে এই মানববন্ধন করছি।

মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল বলেন, সাঁতঘরিয়া এলাকার কালাম শেখের চিংড়ি ঘের আমি দখল করিনি। আমাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে বলে দাবী করেন তিনি।

মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার বলেন, ঘের দখল সংক্রান্ত একটি মানববন্ধন করেছে জমির মালিক ও চিংড়ি চাষীরা। ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পেয়ে চেয়ারম্যান উৎপল কুমার মন্ডলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এস/এসপি/জানুয়ারি ১৮, ২০২৪)