মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কনকপুর এলাকায় বাস-সিএনজি অটোরিকশার  মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে  দুইজন নিহত হয়েছে। এ ঘটনায়  শিশুসহ অন্তত ৮ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মৌলভীবাজারের শেরপুর সিএনজি সমিতির সভাপতি আবাস মিয়া (৭০) ও মধু মিয়া (৬৫) দু'জনের বাড়ি সদর উপজেলার গ্রাম শেরপুর এলাকায়।

আহতদের মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ও গুরুতর আহতদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ বলছে পরিচয় জানার চেষ্টা চলছে।

এঘটনায় ওই সড়কে বেশ কিছুক্ষণ যানচলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবা দুপুর সাড়ে বারোটার দিকে মৌলভীবাজার থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস শেরপুর যাবার পথে কনকপুর এলাকায় একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ঘটনায় ঘটনাস্থলে প্রাণ যায় দুইজনের। আর আহত হন ৬ জন।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কে এম নজরুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাস ও চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি তবে বাস-সিএনজি জব্দ করা হয়েছে।

(একে/এএস/জানুয়ারি ১৯, ২০২৪)