স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) উদ্বোধনী ম্যাচেই হ্যাটট্রিক করেছেন দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইনিংসের শেষ তিন বলে ৩ উইকেট শিকার করেছেন তিনি। বাঁহাতি এই পেসার একে একে ফিরিয়েছেন খুশদিল শাহ, রস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে।

বিপিএলের ইতিহাসে এটি সপ্তম হ্যাটট্রিক। ২০১২ সালে পাকিস্তানের পেসার মোহাম্মদ সামি ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে বিপিএলের প্রথম হ্যাটট্রিক করেন। দুরন্ত রাজশাহীর হয়ে পরপর তিন বলে সাজঘরে ফেরান ড্যারেন স্টিভেনস, আফতাব আহমেদ ও রানা নাভেদুল হাসানকে।

বিপিএলের কোনো ম্যাচে শেষ ওভারে হ্যাটট্রিকের ঘটনা এবার নিয়ে তৃতীয়বার। সামিও শেষ ওভারেই হ্যাটট্রিক করেছিলেন। এছাড়া ২০১৯ সালে ঢাকা ডাইনামাইটসের হয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে শেষ ওভারে হ্যাটট্রিক করেছিলেন আন্দ্রে রাসেল।

শরিফুল ইসলাম আজ (শুক্রবার) কুমিল্লা ভিক্টোরিয়ন্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন। তিনিই এই ইনিংসের সেরা বোলার। ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট।

(ওএস/এসপি/জানুয়ারি ১৯, ২০২৪)