বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমণি ছেলে পদ্মসহ তার বাড়ির ৫ সদস্য খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকদিন আগে। ফলে তারা সবাই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন।

চিকিৎসায় অন্যরা সুস্থ হলেও পরীমণির ছেলের শারীরিক উন্নতি হয়নি মোটেই। বলা চলে পরীমণির ছেলে পদ্মর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।

জানা গেছে, পদ্মর শরীরে দুই ধরনের ভাইরাস ধরা পড়েছে। এর চিকিৎসার জন্য ১৮ জানুয়ারি রাতে ছেলেক নিয়ে কলকাতায় যান পরীমণি। সেখানকার অ্যাপোলো নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে পরীমণির ছেলেকে। কিন্তু কলকাতায় গিয়েই পরীমণি নিজের অসহায়তার কথা জানান।

পরীমণি কলকাতায় গিয়ে তার অসহায় অবস্থার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট। এতে তার ভক্তদের জন্য মন খারাপের আভাস মিলেছে। পোস্টে পরীমণি লেখেন, ‘জীবনে আগে কখনো এতটা অসহায় অনুভব করিনি। আল্লাহ সহায়।’

সম্প্রতি পরীমণি তার গ্রামের বাড়ি গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসেই শরীর খারাপ পরীমণি ও তার ছেলের। রাস্তা থেকে ফল খেয়ে তাদের বিষক্রিয়া হয়- একথা পরীমণি একটি পোস্টে জানিয়েছিলেন।

এদিকে পরীমণির ছেলের অসুস্থতার কথা ফেসবুকে লিখেছেন পরিচালক চয়নিকা চৌধুরী। পরিচালক লিখলেন, ‘এভারকেয়ার হাসপাতালে টানা সাত দিন থাকার পর, ছেলের চিকিৎসার জন্যে সরাসরি কলকাতার পথে পরীমণি। পদ্ম খুব খুব অসুস্থ। তার দুটো ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না। কিন্তু কিছুই করার নেই। আপনারা সবাই পদ্মের জন্যে, পরীর জন্যে দোয়া করবেন। যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে।পদ্ম খুব কষ্ট পাচ্ছিল।’

(ওএস/এসপি/জানুয়ারি ১৯, ২০২৪)