সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট সদরের ডেমা ইউনিয়নে সরকারী মোগোদ্দরা খাল দখল করে মৎস্য ঘের করতে বাধা দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংর্ঘষে উভয় দলের চারজন আহত হয়েছে। 

আহতদের মধ্যে আওয়ামী লীগ কর্মী সবুজ শেখ (২৫), রুবেল শেখকে (২৮) বাগেরহাট জেলা হাসপাতালে ও বিএনপির দুই কর্মী ইলিয়াস মল্লিক (৩৫), মুরাদ মল্লিককে (৩০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে পিসি ডেমা এলাকায় সংর্ঘষের ঘটনায় প্রতিপক্ষের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ বিএনপির দুই কর্মী ইলিয়াস মল্লিক ও মুরাদ মল্লিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখেছে।

গ্রেফতারকৃত বিএনপির কর্মী ইলিয়াস মল্লিকের স্ত্রী রোকেয়া বেগ জানান, সরকারী মোগোদ্দরা খাল দখল করে মৎস্য ঘের করতে বাধা দেয়ায় বুধবার রাতে তার স্বামী ও ভাশুরের ছেলে মুরাদ মল্লিক বুধবার রাতে পিসি ডেমা মসজিদ থেকে এশার নামাজ শেষে বাড়ী ফেরার পথে আওয়ামী লীগের কর্মীরা তাদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। আহত দুইজনকে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা আশংকাজন হওয়ায় দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাগেরহাট থানায় মামলা করতে গেলে পুলিশ আমাদের মামলা না নিয়ে উল্টো প্রতিপক্ষের সাজানো মামলায় গ্রেফতার দেখিয়ে মল্লিক ও মুরাদ মল্লিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখেছে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, দুইপক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনায় আওয়ামী লীগ কর্মী সবুজ শেখের বুকে বুকে ছুরিকাঘাত করে গুরুতর আহতের ঘটানায় দায়েরকৃত মামলায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মল্লিক ও মুরাদ মল্লিককে গ্রেফতার দেখিয়ে ওই হাসপাতালে প্রিজন সেলে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

(এস/এসপি/জানুয়ারি ১৯, ২০২৪)