রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের বেতলা দাখিল মাদ্রাসার কাছে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় শনিবার ভোরে জনতা শফি গাজী (৪০) নামে এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।  স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম তাকে পুলিশের হাতে তুলে দেন।

আটককৃত শফি গাজী দেবহাটা উপজেলার সেকেন্দ্রা গ্রামের বাবর আলী গাজীর ছেলে।

ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, স্থানীয় এক ব্যক্তিকে মামলা থেকে বাঁচিয়ে দেওয়ার নাম করে শফি নিজেকে ডিবি পুলিশ পরিচয়ে ২০ হাজার টাকা দাবি করে। শনিবার ভোরে সে মাদ্রাসার পাশে টাকার জন্য অপেক্ষা করতে থাকলে সন্দেহ হওয়ায় তাকে আটল করা হয়। সকাল ৮ টার দিকে তাকে সদর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সাত সদর থানার পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম শফি গাজীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো যাবে।

(আরকে/এএস/জানুয়ারি ২০, ২০২৪)