ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পণ্যের দাম নিয়ন্ত্রণ ও চাউল বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২০ জানুয়ারী) বিকেলে মনিটরিং এর সময় এক চাউল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঈশ্বরদী বাজার ও শহরের কলেজ রোড এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য পণ্যের দাম নিয়ন্ত্রণ ও চাউল বাজার মনিটরিং অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ।

এসময় মনিটরিং টিমে উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর দাশ জানান, বাজার মনিটরিং করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যসহ চাউলের বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে। জনস্বার্থে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি বাজারে এ অভিযান চালানো হবে। চাউলের দাম বেশী রাখায় কলেজ রোডের আকাশ চাউল ঘর থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান তিনি।

(এসকেকে/এসপি/জানুয়ারি ২০, ২০২৪)