ঈশ্বরদী প্রতিনিধি : ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে পাবনার ঈশ্বরদীতে শীত জেঁকে বসেছে। শীতের তীব্রতায় কাবু হয়ে পড়েছেন উপজেলাবাসী। রবিবার (২১ জানুয়ারি) ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে ঈশ্বরদীর সর্বনিম্ন তাপমাত্রা। দুপুরের দিকে সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, ঈশ্বরদীতে মৌসুমের সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মৃদু শৈত্যপ্রবাহ বইছে। শীতের প্রকোপ আরও বাড়তে পারে। এদিকে দিন-রাতের তাপমাত্রার ব্যবধান ছিল কম। যেকারণে ঠাণ্ডা বেশি অনুভূত হচ্ছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে উপজেলাবাসী। তীব্র শীতে জীবিকার অন্বেষণে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে শ্রমজীবী ও নিম্ন-আয়ের লোকজন।

উপজেলার প্রায় সাড়ে তিন লাখ মানুষের বিপরীতে সরকারিভাবে এখন পর্যন্ত চার হাজার শীতের কম্বল বিতরণ করা হয়েছে। যা চাহিদার তুলনায় অপ্রতুল।

(এসকেকে/এসপি/জানুয়ারি ২১, ২০২৪)