সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট ২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, বিএনপি-জামায়াতের আন্দোলনে সাধারন মানুষের কোন সমর্থন নেই। ওরা এখন আগুন সন্ত্রাস করে, বিদেশী প্রভুদের উপর ভর করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। ষড়যন্ত্র করে নয়, ক্ষমতায় আসতে হলে আগামী পাঁচ বছর অপেক্ষা করতে হবে। সোমবার বিকালে বাগেরহাট রেলরোড়ে জেলা আওয়ামী লীগ অফিসে পৌরসভার ৩৫০০ শীতার্থদের মাঝে কম্বল বিতরণ কালে এমপি তন্ময় একথা বলেন।

বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিন, পৌর মেয়র খান হাবিবুর রহমান, সদর ইপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, জেলা তাঁতীলীগের সভাপতি আব্দুল বাকী তালুকদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমসসহ দলের সহযোগী সংগঠনের নেতার।

(এসএসএ/এএস/জানুয়ারি ২২, ২০২৪)