স্পোর্টস ডেস্ক : কক্সবাজারে শুরু হয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। দারুণ শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। উদ্বোধনী ম্যাচে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে ৫ উইকেটে।

শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কার মেয়েদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। লঙ্কানরা ৯ উইকেটে ৯৫ রানের বেশি তুলতে পারেনি।

শ্রীলঙ্কার রেশমি নেত্রাঞ্জলি ২১ আর ভিশমি গুনারত্নে করেন ১৯ রান। বাংলাদেশের রাবেয়া ১৩ রানে আর নিশিতা আক্তার নিশি ১৯ রান দিয়ে নেন তিনটি করে উইকেট।

জবাবে ১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়েই জয় তুলে নেয় বাংলাদেশ। ইভা খাতুন ২৭ করে আউট হন। আফিয়া আসিমা এরা ২৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

(ওএস/এসপি/জানুয়ারি ২৪, ২০২৪)