সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের সুরমা নদীতে যাত্রীবাহী নৌকাডুবিতে জেএসসি পরিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছে। হালুয়াঘাট থেকে বুধবার সকাল সাড়ে ৯টায় নৌকাটি শতাধিক যাত্রী নিয়ে সুনামগঞ্জ শহরের বালুরমাট যাওয়ার পথে মঈনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো- জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী পার্বতীপুর গ্রামের ছাবিনা বেগম (১৩), মঙ্গলকাটা গ্রামের সাকিলা বেগম (১৩) ও মঈনপুর গ্রামের রিপা বেগম (১৩)। এ ছাড়া বালিকান্দি গ্রামের সাদিয়া (২৫) বেগমসহ আরও ৭ জন আহত হন।

সদর থানার ওসি মকবুল হোসেন মোল্লা জানান, অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি ডুবে যায়। নদীর তীরবর্তী স্থানে নৌকাটি ডুবে যাওয়ায় স্থানীয়দের সহায়তায় দ্রুত সব যাত্রী তীরে উঠে আসে। ওসি আরও জানান, প্রাথমিক চিকিৎসা শেষে ওই তিন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ ছাড়া আহত অন্যরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানান তিনি।

এদিকে খবর পেয়ে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(ওএস/এইচআর/নভেম্বর ১২, ২০১৪)