সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে মানসিক ভারসাম্যহীন (২৭) এক নারীকে সংঘবদ্ধ ধর্ষনের ঘটনায় রবিউল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে বাগেরহাট সদর উপজেলার সুন্দখোনা গ্রামে আটকে রেখে ওই নারীকে তিন যুবক ধর্ষণ করে। বুধবার রাতে অসুস্থ্য ওই নারী বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি হলে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে পুলিশ মানসিক ভারসাম্যহীন (২৭) নারীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ধর্ষক রবিউল ইসলামকে আটক করে। আটক রবিউল ইসলাম সদর উপজেলার সুন্দঘোনা গ্রামের শেখ আলী আকবরের ছেলে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) সাইদুর রহমান জানান, খুলনা মহানগরীরর টুটপাড়া এলাকার মানসিক ভারসাম্যহীন ওই নারী বাগেরহাটসহ বিভিন্ন এলাকা ও মাজারে অবস্থান ঘুরে ঘুরে দিন পার করতো। এই অবস্থায় রবিবার দিবাগত রাতে বাগেরহাট সদররের সুন্দখোনা গ্রামের রবিউল ইসলামসহ তিন যুবক ওই নারীকে আটকে রেখে ধর্ষণ করে।

বুধবার রাতে অসুস্থ ওই নারী বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ওই নারীর কাছ থেকে বিষয়টি জেনে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ধর্ষক রবিউল ইসলামকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল ধর্ষণের কথা শিকার জড়িত করে অন্য দুই ধর্ষকের নামও জানিয়েছে। পুলিশ অপর দুই ধর্ষককে আটকে অভিযা চালাচ্ছে। চিকিৎসাধীন ওই নারীর ডাক্তারী পরিক্ষা বাগেরহাট জেলা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।

(এসএসএ/এএস/জানুয়ারি ২৫, ২০২৪)