স্পোর্টস ডেস্ক : বছরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটারদের বড় সুসংবাদ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এখন থেকে নারী ক্রিকেটারদেরও পুরুষদের সমান বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবিয়ান বোর্ড।

এর আগে লিঙ্গ সমতা বজায় রাখতে নারী ক্রিকেটারদের পু্রুষদের সমান বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মতো দেশ। সে তালিকায় নতুন হিসেবে নিজেদের নাম যুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

গতকাল বৃহস্পতিবার নতুন একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও দেশটির ক্রিকেটাররা। এই চুক্তির মাধ্যমেই লিঙ্গ সমতা প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে ক্যারিবিয়রা।

স্মারকে বলা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচ ও আঞ্চলিক ম্যাচগুলোতে পুরুষ ক্রিকেটারদের সমান বেতন পাবে নারী ক্রিকেটাররা। আন্তর্জাতিক অধিনায়কত্ব ভাতা ও আন্তর্জাতিক দলের প্রাইজ মানি, আঞ্চলিক একক প্রাইজ মানি সবকিছুকেই নারী-পুরুষ উভয়েই সমান বেতন পাবেন।

(ওএস/এএস/জানুয়ারি ২৬, ২০২৪)