স্টাফ রিপোর্টার : আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী...। নিজের লেখা এমন গানের কথায় পুলিশ ও শ্রোতাদের আনন্দ দেওয়ার জন্য ঢাকায় আসছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডাকে ঢাকায় আসবেন তিনি।

ডিএমপি জনমানুষের সেবার ৪৮ বছর পেরিয়ে ৪৯ বছরে পা দিতে যাচ্ছে ১ ফেব্রুয়ারি। ওইদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে গান গাইবেন অনুপম। অনুষ্ঠানে অনুপম ছাড়াও মাইলসসহ দেশের একাধিক শিল্পী গান পরিবেশন করবেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজারবাগ পুলিশ লাইনে গান পরিবেশন করবেন। তাকে এরই মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে ১৯ জানুয়ারি অনুপম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি রিল শেয়ার করেন। তাতে ক্যাপশন দেন ‘ঝটিকা সফর ঢাকা।’ সেদিন তিনি ডিএমপির অনুষ্ঠানে অংশ নিতে চুক্তিবদ্ধ হন। এর আগেও একাধিকবার ঢাকায় গান গাইতে আসেন অনুপম।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, অন্যসব বছরের মতো বিকেলের পরিবর্তে এবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ও কেক কাটা হবে। আর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ওই দিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বই মেলার উদ্বোধন করার কথা রয়েছে। তাই অনুষ্ঠানে পরিবর্তন আনা হয়েছে।

১৯৭৬ সালের ১৩ ফেব্রুয়ারি মাত্র ১২টি থানা নিয়ে যাত্রা শুরু হয় ডিএমপির। বর্তমানে ডিএমপিতে ৫৭টি বিভাগ ও ৫০টি থানা রয়েছে। একজন পুলিশ কমিশনার, ছয়জন অতিরিক্ত পুলিশ কমিশনার, ১২ জন যুগ্ম পুলিশ কমিশনার, ৫৭ জন উপপুলিশ কমিশনারসহ প্রায় ৩৪ হাজারের বেশি পুলিশ সদস্য কর্মরত।

(ওএস/এএস/জানুয়ারি ২৬, ২০২৪)