নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় বেপরোয়া নসিমনের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী আব্দুল কুদ্দুস মোল্যার। 

শনিবার (২৭ জানুয়ারী) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি লোহাগড়া উপজেলা এলজিইডি অধিদপ্তরের কর্মচারী ছিলেন।

জানা গেছে, গত বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে শহরের গোপীনাথপুর এলাকার অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী আব্দুল কুদ্দুস মোল্যা (৬৬) যশোর-কালনা মহাসড়ক সংলগ্ন লক্ষ্মীপাশা কাঁচা বাজারে আসেন। এ সময় তিনি মাছ বোঝাই বেপরোয়া নসিমনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ( ২৭ জানুয়ারী) ভোর ৪ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে নসিমনটি জব্দ করা হয়েছে।

(আরএম/এসপি/জানুয়ারি ২৭, ২০২৪)