বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও এডিবির অর্থায়নে ৫দিন ব্যাপী টুরিস্ট গাইড প্রশিক্ষণ প্রোগ্রাম শুরু হয়েছে। ওয়ার্ড হ্যারিটেজ সুন্দরবন ও ষাটগুম্বজ মসজিদ কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলের পর্যটন খাতকে আরও গতিশীল করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

সে লক্ষ্য বাস্তবায়নের জন্য বাগেরহাটের বাছাইকৃত ৩০ জন টুরিস্টদের এ প্রশিক্ষনের আওতায় আনা হয়েছে।

বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে ৫দিন ব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্ধোধন করেন বাগেরহাট- ২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক (পরিকল্পনা) কালী রঞ্জন বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মহাব্যবস্থাপক ফারুক আহমেদ, বাগেরহাটের জেলা প্রশাসক মো. শুকুর আলী, পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা, কমিউনিটি টুরিজম স্পেশালিস্ট এস এম ফারুক হাসান প্রমুখ।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন ষাটগুম্বজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু প্রমুখ।

(ওএস/এটিআর/নভেম্বর ১২, ২০১৪)