গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গাজী ও শেখ গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় কয়েক রাউন্ড বন্দুকের গুলি ছোঁড়ার শব্দ শুনছে স্থানীয় জনগণ। তবে কেউ গুলিতে আহত হবার খবর পাওয়া যায়নি। আহতরা গ্রেফতারের ভয়ে হাসপাতালে না গিয়ে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি)মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রবিবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সদর উপজেলার পারকুশলি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, সদর উপজেলার পারকুশলি গ্রামের শিপন শেখের একটি জায়গা একই গ্রামের বোরহান গাজীর কেনার কথা ছিল। কিন্তু রেজিস্ট্রি না করেই সেখানে দখলে গিয়ে কারখানা করার উদ্যোগ নেয় বোরহান গাজী। কারখানার ভিত্তি স্থাপনের জন্য বিভিন্ন লোককে দাওয়াত দিতে গেলে এ নিয়ে দুই গ্রুপের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।এরই এক পর্যায়ে শিপন শেখ তার লাইসেন্স করা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে ওই কর্মকর্তা জানান।

(এমএস/এএস/জানুয়ারি ২৮, ২০২৪)