রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : যশোরের বেনাপোল থেকে অস্ত্র ও মাদকদ্রব্যসহ আবুল কাসেম নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। শনিবার রাতে বেনাপোলের পোড়াবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আবুল কাসেম খুলনা জেলার দিঘলিয়া থানার পদ্মবিলা গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা র‌্যাব ক্যাম্পের অধিনায়ক নাজমুল হুদা জানান, টহল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারে, পোড়াবাড়ি এলাকায় অস্ত্র ও মাদক কেনাবেচা চলছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে একটি দেশি পিস্তল,১ বোতল বিদেশি মদ ও দেড় কেজি গানপাউডারসহ আবুল কাসেমকে আটক করা হয়। জব্দকৃত আলামতসহ আসামীকে রবিবার আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও মাদক আইনে মামলা দেওয়া হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

(আরকে/এএস/জানুয়ারি ২৯, ২০২৪)