স্পোর্টস ডেস্ক : হায়দরাবাদ টেস্টে দল না জিতলেও ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন ভারতীয় অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। প্রথম ম্যাচে হারের হতাশার মধ্যেই এবার সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য সেই জাদেজাকে নিয়ে শঙ্কায় পড়েছে ভারত।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের চতুর্থ দিনে হ্যামস্ট্রিং চোটে পড়েছেন জাদেজা। যে কারণে ভিশাখাপত্তমে সিরিজের দ্বিতীয় টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন ৩৫ বছর বয়সী ভারতীয় অলরাউন্ডার।

ইনজুরিতে পড়ার পর জাদেজার শরীরে স্ক্যান করা হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন এখনো না আসলেও প্রাথমিক প্রতিবেদনে তার দ্বিতীয় টেস্ট খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। তবে তৃতীয় ম্যাচে তিনি খেলতে পারবেন বলে জানা গেছে।

এ বিষযে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেন, ‘আমি সত্যিই এখনো এ বিষয়ে ফিজিওর সাথে কথা বলার সুযোগ পাইনি। আমি তার সঙ্গে কথা বলবো এবং বিষয়টা দেখবো।’

যদি জাদেজা আগামী ম্যাচে খেলতে না পারেন তাহলে তার পরিবর্তে মাঠে দেখা যেতে পারে কুলদীপ যাদবকে। এক্ষেত্রে ভারতকে একজন কম ব্যাটার নিয়ে খেলতে হবে। মানে, কুলদীপ যেহেতু বোলার, তাই তার কাছ থেকে অলরাউন্ডিং পারফর্ম আসা করতে পারবে না স্বাগতিকরা।

আগামী ২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারত।

(ওএস/এসপি/জানুয়ারি ২৯, ২০২৪)