বরগুনা প্রতিনিধি : বরগুনায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহনের লক্ষ্যে টাস্কফোর্স কমিটির সভা বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি জেলা প্রশাসক মীর জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের প্রতিটি কার্যক্রমে ধুমপান ও তামাক বিরোধী অভিযানকে সম্পৃক্ত রাখা, সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানে ধুমপার বিরোধী অভিযান কার্যকর করা সহ আলাদা ভাবে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রনে ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

টাস্কফোর্স কমিটির সভায় সদস্য সচিব সিভিল সার্জন ডা. মো. রুস্তুম আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান, তামাক বিরোধী আন্দোলনের সংগঠক গণমাধ্যম কর্মী ও জেলা টাস্কফোর্স কমিটির সদস্য মোঃ হাসানুর রহমান ঝন্টু, তামাক বিরোধী সংগঠন একলাবের প্রতিনিধি জিয়াদুর রহমান সহ কমিটি অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

(এমএইচ/এটিআর/নভেম্বর ১২, ২০১৪)