আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বিপ্লবী দেবেন ঘোষের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩৩ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। বিপ্লবী দেবেন ঘোষ স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে সোমবার সন্ধ্যায় বরিশাল রিপোটার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি ও শীতবস্ত্র  বিতরণ করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ দাশগুপ্ত আশীষ কুমার, সাংবাদিক অরুপ তালুকদার, সাহিত্যিক তপংকর চক্রবর্তী, মুক্তিযোদ্ধা ললিত দাস, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, সাংবাদিক সুশান্ত ঘোষ, পুলক চ্যাটার্জী, নজরুল বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, দেবেন ঘোষ ছিলেন অগ্নিযুগের বিপ্লবী, রাজনীতিবিদ ও সমাজ কর্মী। তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। বাংলাদেশের মুক্তিআন্দোলন, স্বাধীকার থেকে স্বাধীনতা আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছেন এবং কারাভোগও করেছেন। তাই দেবেন ঘোষকে স্বাধীনতা পদক প্রদানের জন্য বক্তারা সরকারের কাছে আহবান করেন।

(টিবি/এসপি/জানুয়ারি ৩০, ২০২৪)