আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নকশা ছাড়া ভবনের অবকাঠামোর মতো করে দ্বিতল টিনশেড ঘর নির্মাণ করায় বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ওই ভবনটিতে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি বরিশাল জেলা শাখার কার্যক্রম চালানো হতো। আজ মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল।

অভিযানে উপস্থিত থাকা বিসিসি’র সড়ক পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাবু জানান, নগরীর সদর রোডের ওই ভবনে অভিযানে গিয়ে জানতে পারেন সংশ্লিষ্টরা প্ল্যান পাস না করেই অবৈধভাবে ভবন নির্মাণ করেছিলো। তাই অভিযান পরিচালনা করে ম্যাজিস্ট্রেট ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

(টিবি/এসপি/জানুয়ারি ৩০, ২০২৪)