আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ৫২‘র ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রাষ্টের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলার গৌরনদী উপজেলার টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে দিনভর প্রায় দরিদ্র চক্ষু রোগিদের এ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, প্রতি তিন মাস পর পর হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চোখের সানি, নেত্রনালী অপারেশন, বিনামূল্যে চশমা এবং ওষুধ সরবারহের জন্য আই ক্যাম্পের আয়োজন করা হয়। এবারের ক্যাম্প থেকে অপারেশনের জন্য ৩০ জনের ছানি, তিন জনের নেত্রনালী অপারেশন, ২০৪ জনকে চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ সরবারহ এবং ১২৬ জনকে চশমা প্রদান করা হয়েছে।

(টিবি/এসপি/জানুয়ারি ৩০, ২০২৪)