আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই শ্লোগান সামনে রেখে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্তরে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডা. বখতিয়ার আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান, একাডেমীক সুপার ভাইজার প্রাণ কুমার ঘটকসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন। মেলায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা।

(টিবি/এসপি/জানুয়ারি ৩০, ২০২৪)