বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজে তিনদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে জমজমাট এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আজ বুধবার কলেজ মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর একেএম রেজাউল করিম।

অত্র কলেজের প্রভাষক সুব্রত চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে 'আমন্ত্রিত অতিথি' ছিলেন
নবীনগর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর নজির আহমদ, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. আলমগীর, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন, নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস, ঢাকা সরকারি বাংলা কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. দিদারুল জামাল, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শাহজালাল হীরা, নবীনগর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন, নবীনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক, শিক্ষক পরিষদের সম্পাদক মহসিন হাবিব ও নবীনগরের কথার সম্পাদক, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।

বক্তারা খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি ভবিষ্যতে নবীনগর সরকারি কলেজের লেখাপড়ার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য কলেজ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

আলোচনা শেষে 'যেমন খুশী তেমন সাজ' পর্বে কলেজের ছাত্র ছাত্রীদের পরিবেশনায় উপস্থিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা মুগ্ধ হন।

সর্বশেষে তিনদিন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি নবীনগর সরকারি কলেজ মাঠে তিনদিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর একেএম রেজাউল করিম।

(ওএস/এসপি/জানুয়ারি ৩১, ২০২৪)