স্টাফ রিপোর্টার : অমর একুশে বইমেলা-২০২৪ এর শিশু প্রহর উদ্বোধন হয়েছে। এবারের বইমেলায় শিশু প্রহর শুরু হয় শুক্রবার বেলা ১১টায়।

বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা শিশু চত্বরে শিশু প্রহর উদ্বোধন করেন। শিশু প্রহরের অনুষ্ঠানের আয়োজন করেছে সিসিমপুর।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি নরুল হুদা বলেন, প্রতিটি শিশুকে জন্মের পর থেকে শব্দের সঙ্গে পরিচিত করতে হবে। তাহলে শিশুরা ধীরে ধীরে পড়তে শিখবে। সিসিমপুর কোনো একটি ভাষার শব্দ নয়, সব ভাষার শব্দ, সিসিমপুর সারাবিশ্বের শব্দের সঙ্গে শিশুদের পরিচয় করাচ্ছে।

তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশকে বই পড়ার দেশে পরিণত করতে চাই। পড়বো বই গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে বই পড়তে হবে।

এবারের বইমেলায় রমনা কালী মন্দির গেটে প্রবেশের ঠিক ডান দিকে বড় পরিসরে রাখা হয়েছে শিশু চত্বর।

মাসব্যাপী এ মেলায় সপ্তাহের দুদিন শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকবে শিশুদের জন্য, এই সময়টাকে ঘোষণা করা হয় শিশু প্রহর হিসেবে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০২, ২০২৪)