কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : অপহরণের দুই দিন পরও ব্যবসায়ী আতাজুল ইসলাম নয়নকে পুলিশ উদ্ধার করতে পারেনি। পুলিশ এ ঘটনায় ছাত্রদল ক্যাডার মামুন মোড়লকে পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রাম থেকে মঙ্গলবার সকালে গ্রেফতার করেছে। গত সোমবার দুপুরে লোন্দা থেকে তাকে অপহরন করে একদল দুবৃত্ত।

এঘটনায় চিহ্নিত সন্ত্রাসী যুবদল ক্যাডার পলাশ মোড়লসহ সাতজনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। মুক্তিপনের দাবিতে তাকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের সদস্যরা কলাপাড়া থানায় যুবদল ক্যাডার পলাশ মোড়লকে প্রধান করে গতকাল কলাপাড়া থানায় মামলা হয়েছে।

অপহৃত নয়নের পরিবারের দাবি, পূর্ব বিরোধকে কেন্দ্র করে তার পলাশের সহায়তায় তার ব্যবসায়ীক পার্টনাররা তাকে অপহরণ করতে পারে। সোমবার দুপুরে ব্যবসার কাজে লোন্দা বাজারে গেলে দাখিল মাদ্রাসা এলাকা থেকে পলাশ মোড়লসহ ৬/৭সন্ত্রাসী একটি মোটরসাইকেলসহ তাকে অপহরণ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইদ্রিস আলী জানান, অপহৃতকে উদ্ধার ও এচক্রের সকল সদস্যদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

(ওএস/এটিআর/নভেম্বর ১২, ২০১৪)