মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : বাংলাদেশের কোন মানুষ ভূমিহীন থাকবেনা, বাংলাদেশের কোন মানুষ গৃহহীন থাকবে না' সুবর্ণচরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে এসব কথা বলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সুবর্ণচর উপজেলার চরমহিউদ্দিন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন তিনি।

এ সময় নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জনাব মিল্টন রায়, উপজেলা নির্বাহী অফিসার জনাব আল আমিন সরকার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চরমহিউদ্দিন আশ্রয়ণ প্রকল্পের ১৪৪ টি জরাজীর্ণ ব্যারাকের ১৪৪০ টি কক্ষের পরিবর্তে সেমিপাকা একক গৃহ প্রতিষ্ঠাপন করা হচ্ছে। এর মধ্যে ৩২০ টি ঘরের নির্মাণকাজ সমাপ্ত হয়ে ব্যারাকে বসবাসকারীদের হস্তান্তর করা হয়েছে এবং ২০০টি ঘরের নির্মাণ কাজ শেষ পর্যায়ে।

পরিদর্শনকালে আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান নির্মাণ কাজের অগ্রগতি তদারকি করেন এবং আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী লোকজনের খোজখবর নেন।

এ সময় তিনি বলেন 'বাংলাদেশের কোন মানুষ ভূমিহীন থাকবেনা, বাংলাদেশের কোন মানুষ গৃহহীন থাকবে না' মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনার আলোকে সরকার কাজ করে যাচ্ছে। পরিদর্শন শেষে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মাঝে কম্বল বিতরণ ও বৃক্ষরোপণ করেন তিনি।

ঘর নির্মাণের কাজের গুনগত মান দেখে উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

(আইইউএস/এএস/ফেব্রুয়ারি ০২, ২০২৪)