‘দেশে এখন গণতন্ত্র নেই’
চট্টগ্রাম প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা হলেও তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলিস্মাৎ করেছেন।
তিনি বলেন, বেগম জিয়া আরো একধাপ এগিয়ে স্বাধীনতা বিরোধীদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন।
বুধবার বিকালে নগরীর লালদিঘি মাঠে আয়োজিত জাতীয় পার্টির মহাসমাবেশে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র নেই, সুশাসনের অভাব। সর্বক্ষেত্রে নৈরাজ্য, গুম, খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সুশাসনের প্রতিষ্ঠাসহ নৈরাজ্য ও সন্ত্রাসমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলবো।
এসময় নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুক্তির জন্য জাতীয় পার্টিকে পুনরায় ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেন হুসেইন মুহম্মদ এরশাদ।
বিকেল ৩ টার দিকে মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মাহজাবীন মোরশের সভাপতিত্বে মহাসমাবেশ শুরু হয়।
জাতীয় পার্টি সূত্র জানায়, প্রায় ১৬ বছর পর ১৬ বছর পর লালদিঘির মাঠে বক্তব্য রাখলেন সংগঠনের হুসেইন মুহম্মদ এরশাদ।
(ওএস/এএস/নভেম্বর ১২, ২০১৪)