স্পোর্টস ডেস্ক : ১৬ ওভারের খেলা শেষে খুলনা টাইগার্সের রান ছিল ৮৮। আর বাকি ৪ ওভারে হয়েছে ৬৭ রান। অর্থ্যাৎ ওভারপ্রতি ১৬.৭৫ রান করে নিয়েছে খুলনা। এতে নির্ধারিত ২০ ওভারে খুলনা তুলেছে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান। জিততে হলে তামিম ইকবালের ফরচুন বরিশালকে করতে হবে ১৫৬ রান।

যার পেছনে অবদান দুই পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ নওয়াজ ও ফাহিম আশরাফের ২৪ বলে ৬৭ রানের দুর্দান্ত জুটির। নওয়াজ খেলেন ২৩ বলে ৩৮ রানের ইনিংস। আর ফাহিম ঝোড়ো ইনিংস খেলে করেন ১৩ বলে ৩২ রান।

অবশ্য শুর থেকেই মারকুটে খেলার চেষ্টা করে খুলনা। এতেই প্রাথমিক বিপদ ডেকে এনেছিল এনামুল হক বিজয়ের দল। এতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ওপেনার পারভেজ হোসেন ইমন ২৪ বলে ৩৩ রান করলেও ৮৮ রান করতে খুলনা হারিয়ে ফেলে ৭ উইকেট। তখন মনে হয়েছে, হয়তো একশর আশেপাশের আটকে যাবে খুলনা।

কিন্তু সেটা হলো না। নওয়াজ ও ফাহিম খুলনাকে বিপদ থেকে তুলেন। জুটি করে শেষ পর্যন্ত লড়াই করার মতোই একটি পুঁজি এনে দলকে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৪)