স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তাটা প্রায় পরিষ্কার করে ফেলেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে রবিবার ভারতকে হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে আফঈদা-সাগরিকাদের।

সন্ধ্যা ৭টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এর আগে বিকাল ৩টায় নেপাল খেলবে ভুটানের বিপক্ষে।

ভারত প্রথম ম্যাচে ১০-০ গোলে হারিয়েছে ভুটানকে। বাংলাদেশকে হারাতে পারলে সবার আগে ভারতের ফাইনাল নিশ্চিত হবে।

নেপাল যদি ভুটানকে হারায় তাহলে তাদেরও ফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হবে। বাংলাদেশের কাছে ভারত হারলে এবং ভারতের বিপক্ষে নেপাল জিতলে হিমালয়ের দেশটি ফাইনাল খেলবে।

বাংলাদেশ যদি ভারতের কাছে হেরে যায় তাহলে শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে জিততেই হবে। ড্র হলে দুই দলের সম্ভাবনাই উজ্জ্বল হবে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০২৪)