আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল মেট্রোপলিটন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। এছাড়া বানারীপাড়া থেকে জেলা ডিবি পুলিশ এক কেজি গাঁজাসহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে।

সূত্রমতে, সকালে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের গড়িয়ারপাড় গোলচত্বর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মিজানুর রহমান মিজান (৪০) নামের এক কারবারিকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। আটক মিজান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন সোনাকাটিয়া এলাকার আনা মিয়ার ছেলে।

অপরদিকে, নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে আটক লিটন (৩৫) বরগুনার সদর থানাধীন পরিরখাল সংলগ্ন এলাকার লতিফুর রহমানের ছেলে এবং রাকিব (১৯) একই থানার বাইনসমের্থ এলাকার হালিম হাওলাদারের ছেলে।

এছাড়া অপর এক অভিযানে নগরীর ১ নম্বর ওয়ার্ডের খান সড়কে অভিযান চালিয়ে একশ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ রেজা (২৭) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। আটক রেজা কোতোয়ালি মডেল থানাধীন কেডিসি বালুর মাঠ এলাকার জামাল হাওলাদারের ছেলে। মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক তানজিল আহমেদ জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া নামকস্থানে রবিবার সকালে জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে জাহিদ খান (৪৫) নামের এক রিকসা চালককে এক কেজি গাঁজাসহ আটক করেছেন। জাহিদ ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা গ্রামের মৃত হাসান খানের ছেলে। জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির জানিয়েছেন, আটককৃতর বিরুদ্ধে বানারীপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৪)