বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিকেরা র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে বান্দরবান মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফারুক। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শ্রমিক সংগঠনের নেতা আব্দুল কুদ্দুছ এবং জেলা প্রশাসনের এনডিসি মো. শামীম হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, পাহাড়ের শ্রমিকরা খুবই কষ্টে দিনযাপন করেন। পর্যটনের শহর হিসেবে উন্নয়ন কাজে তাদের অবদান সবচেয়ে বেশি। শ্রমিকরা কোনভাবেই যাতে অধিকার বঞ্চিত না হয় সেদিকে কঠোর দৃষ্টি রাখার আহবান জানান।
(এফবি/এএস/মে ০১, ২০১৪)