স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : বুধবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা কালে পুলিশি বাধায় তা পন্ড হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদৌসী রহমান এর নেতৃত্ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা কর্তৃক স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করার প্রতিবাদে এবং ধর্ষকদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। তবে, মানববন্ধন প্রস্তুতিকালে স্থানীয় প্রশাসনের অনুমতি না থাকায় পুলিশ বাধায় তা পন্ড হয়ে যায়।

যশোর শহরস্থ ১নং উকিলবারের সামনে পুনরায় মানববন্ধন কর্মসূচি পালন করতে গেলে ফের পুলিশি বাধায় উক্ত মানববন্ধন কর্মসূচি পুরোপুরি পন্ড হয়ে যায়।

এ সময় উপস্থিত নেত্রীদের সাথে পুলিশের হাতাহাতি হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, যশোর নগর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক শামসুন্নাহার পান্না, যশোর জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক রাফাতারা ডলি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে প্রেসক্লাব যশোরে বিএনপির নেত্রীরা অবস্থান নেন। সেখানে তারা সাংবাদিকদের জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্তৃক নারী ধর্ষণের প্রতিবাদে তারা শান্তিপূর্ণ মানববন্ধন এর আয়োজন করে। কিন্তু উপস্থিত পুলিশি বাঁধায় তা পন্ড হয়। পুলিশ তাদের মারপিট করাসহ শাড়ি ও ওড়না ধরে টানাটানি করেছে বলে অভিযোগ তুলেন।

(এসএমএ/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০২৪)