রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের ইসলামপুরে এক কেজি গাঁজাসহ শেখ ফরিদ ওরফে সোহেল (২২) নামে সিএনজির এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামপুর থানায় দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন জামালপুর জেলা জজ ও দায়রা আদালত।

আগের দিন মঙ্গলবার গভীর রাতে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দী পোড়াবাড়ি এলাকা থেকে শেখ ফরিদকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত শেখ ফরিদ শেরপুরের সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের কাউয়াপেচী গ্রামের ফকির মাহমুদের ছেলে।

পুলিশ সূত্র জানায়, ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসউদুর রহমান বাদি হয়ে গ্রেপ্তার শেখ ফরিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

তিনি জানান, 'আমিসহ সঙ্গীয় ফোর্সরা মরাকান্দী পোড়াবাড়ী এলাকায় চেক পোস্ট ডিউটি করার সময় একটি সিনএনজির গতিবিধি দেখে আমাদের সন্দেহের সৃষ্টি হয়। পরে আমরা সিএনজিটি থামিয়ে তল্লাশী করে পলি ব্যাগে মোড়ানো এক কেজি গাঁজা এবং সিএনজি জব্ধ করাসহ সিএনজি চালক শেখ ফরিদকে আটক করি। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য হবে ২০ হাজার টাকা।'

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৪)