মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : জমজমাট আয়োজনে শেষ হয়েছে নোয়াখালী সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের অনুষ্ঠান শুরু হয়।

বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠান উদ্বোধন করেন সুবর্ণচর উপজেলা শিক্ষা অফিসার ইসহাক মিয়া।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে সহকারী শিক্ষক বোরহান উদ্দিনের সঞ্চালনায় বিদ্যালয়ের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা ইউআরসি, ইনস্ট্রাক্টর আব্দুল মতিন, সুবর্ণচর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহীউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার,চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু, শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শিমুল চন্দ্র দাস,বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সহসভাপতি আলী আক্কাস, বাংলাদেশ শিক্ষক সমিতি সুবর্ণচর সাধারণ সম্পাদক নাছিম ফারুকী।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে একশো মিটার দৌড়, মার্বেল দৌড়, অংক দৌড়, চিত্রাঙ্কন, কোরআন তেলাওয়াত, হামদ- নাত, ছড়া, কবিতা আবৃত্তি, নৃত্য প্রদর্শন করে শিক্ষার্থীরা

প্রধান অতিথি মোঃ আল আমিন সরকার বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২৪)