শাহনাজ পারভীন, বকশীগঞ্জ : ৯ ফেব্রুয়ারি শুক্রবার রাত্রে বকশীগঞ্জের  কামালপুর বাজারে জাল টাকা সহ জুয়েল ও খলিলুর রহমান নামে দুইজনকে স্থানীয় লোকজন তাদের আটক করে।

তারা হলেন মোঃ জুয়েল ড্রাইভার (৩৬) পিতা ইয়াসিন আলী, গ্রাম তাঁতি হাঁটি, শ্রীবরদী, শেরপুর। খলিলুর রহমান (২৬) পিতা মোস্তফা কামাল, গ্রাম কাঁচিঝুলি,ময়মনসিংহ সদর।

স্থানীয়দের জানান তারা অনেক দোকানে কেনাকাটা করেন সবার কাছে ৫০০ টাকা জাল টাকা দেন। তখন স্থানীয় বুঝতে পেলে সেখান জুয়েল ড্রাইভার ও খলিলুর কে হতে পারলেও তাদের সাথে থাকা বাকি তিন চারজন পালিয়ে যায়। জুয়েল ও খলিলুর কে ধরে বকশীগঞ্জ থানা পুলিশের কাছে খবর দেন।

বকশীগঞ্জ থানা (ওসি) আহাদ খান বলেন তাদের কাছ থেকে ৯ টি ৫০০ টাকা নোট ও ১ ১০০ হাজার টাকার জাল টাকা নোট পাওয়া যায়। তারা জাল টাকার কারবারি। আজ তাদের বিরুদ্ধ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে জামালপুর আদালতে প্রেরণ করা হয়।

(এসপি/এএস/ফেব্রুয়ারি ১০, ২০২৪)