মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, সুবর্ণচর, নোয়াখালী কর্তৃক বাস্তবায়িত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় পিজি ও ননপিজি খামরীদের ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার প্রাণী সম্পদ মিলনায়তনে ২ দিন ব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ৪০ জন খামারী অংশগ্রহণ করে।

এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন, ডাইরেক্টর, চট্টগ্রাম বিভাগ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, ব্যাংক অফিসার এবং ব্যবসায়ী ও শিক্ষকবৃন্দ।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার, ডাঃ মোঃ ফখরুল ইসলাম বলেন, এই প্রশিক্ষণ প্রাপ্তির ফলে খামারীরা আধুনিক পদ্ধতিতে প্রাণি পালন, প্রাণিজাত পন্য উৎপাদন এবং এসব পন্য বিপণন ও বাজারজাত করণে প্রকৃত জ্ঞান অর্জন করে প্রকৃতভাবে লাভবান হতে পারবে। যার ফলে উদ্যেক্তা সৃষ্টি হবে যার ফলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণ সহজ হবে। খামারীরা উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করে সঠিক মূল্য পাবে এবং খামারী লাভবান হবে।

প্রাণিজাত পুষ্টি আমিষের প্রাপ্ততা সহজলভ্য হবে এবং মেধাবী জাতি গঠনে প্রাণিসম্পদ সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষনার্থীকে প্রয়োজনীয় বই, ব্যাগসহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২৪)