আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিয়ের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থী।

আজ মঙ্গলবার সকালে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, ইউনিয়নের পূর্ব বেজহার গ্রামের মিজানুর রহমানের এসএসসি পরীক্ষার্থী মেয়েকে (১৬) বিয়ে দেওয়ার দিনক্ষন ধার্য্য ছিলো সোমবার।বিষয়টি জানতে পেরে ওইদিনই দুপুরে কনে ও বরের অভিভাবকদের গ্রাম পুলিশ পাঠিয়ে পরিষদে ডেকে আনা হয়। পরে উভয় পরিবারের অভিভাবকদের বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করা হলে কনের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা মর্মে অঙ্গীকার করেন অভিভাবকরা। ফলে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পায় ওই ছাত্রী।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৪)