কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : স্বপ্নপূরণ হলো সমুদ্র উপকূলীয় পাঁচটি উপজেলার উচ্চত্তর শিক্ষা গ্রহণে ইচ্ছুক হাজার হাজার ছাত্র-ছাত্রীর। বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর কলাপাড়ার মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজে চারটি বিষয়ে অনার্স কোর্স’র উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ অনার্স কোর্স’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার।

কলেজ অধ্যক্ষ দেলওয়ার হোসেন’র সভাপতিত্বে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ উদ্ধোধনী সভায় বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ বিজ্ঞান ও হিসাব বিজ্ঞান বিষয়ের অনার্স ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা প্রধান অতিথির হাতে ভর্তিফরম দিয়ে এ অনার্স এ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর মেয়র এসএম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, সাবেক অধ্যক্ষ জয়নুল আবেদীন ও অবসর প্রাপ্ত শিক্ষক সেকান্দার আলী হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী ২০ ডিসেম্বর এ কলেজে ভর্তি শুরু হবে।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৭তম অধিমুক্ত কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৯৭০ সালে প্রতিষ্ঠিত কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজে অনার্স কোর্স চালু হয়। এ কলেজে অনার্স কোর্স চালু হওয়ায় কলাপাড়া ছাড়াও পাশ্ববর্তী রাঙ্গাবালী, গলাচিপা, আমতলী, তালতলী উপজেলার দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীরা এ কলেজে ভর্তি হতে পারবে।

কলেজ অধ্যক্ষ দেলওয়ার হোসেন জানান, কলেজে অনার্স কোর্স চালু হওয়ার পর থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। তবে কিছু কলেজ প্রধান সদ্য এইচএসসি পাস করা ছাত্র-ছাত্রীদের ট্রান্সক্রিপ্ট (নম্বরপত্র) আটকে দেয়ায় অনেক ছাত্র-ছাত্রী অনার্সে ভর্তি হতে চাইলেও পারছে না। এ নিয়ে অভিভাবকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

(এমকেআর/এএস/নভেম্বর ১৩, ২০১৪)