স্পোর্টস ডেস্ক : রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপদেই পড়েছিল ভারত। ৩৩ রানে হারিয়ে বসেছিল ৩ উইকেট। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন রোহিত শর্মা আর রবীন্দ্র জাদেজা।

দুজনই পেয়েছেন সেঞ্চুরি। রোহিত আউট হলেও জাদেজা অপরাজিত আছেন প্রথম দিন শেষে। ভারত দিন শেষ করেছে ৫ উইকেটে ৩২৬ রান নিয়ে।

শুরুতেই ভারতীয় ইনিংসে আঘাত হানেন মার্ক উড। ইংলিশ এই পেসারের শিকার হয়ে ফেরেন ওপেনার জশস্বী জ্যাসওয়েল (১০) আর ওয়ান ডাউন শুভমান গিল (০)।

এরপর বাঁহাতি স্পিনার টম হার্টলেকে রজত পাতিদার (৫) উইকেট দিয়ে ফিরলে বেশ বিপদেই পড়ে ভারত। ৩৩ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা।

সেখান থেকে চতুর্থ উইকেটে রোহিত আর জাদেজার ২০৪ রানের জুটি। রোহিত ক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি তুলে মার্ক উডের বলে আউট হন ১৩১ করে। ১৯৬ বলের ইনিংসে ১৪টি চার আর ৩টি ছক্কা হাঁকান ভারতীয় অধিনায়ক।

এরপর সরফরাজ খানকে নিয়ে ৭৭ রানের আরেকটি জুটি গড়েন জাদেজা। অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে রান করে অবশেষে সুযোগ পাওয়া সরফরাজ।

তবে তার ইনিংসটি থেমেছে জাদেজার এক ভুল কলে। ৯৯ রানে থাকার সময় জাদেজা সিঙ্গেলসের জন্য ডাক দিয়েও পরে না করেন, ফলে বেরিয়ে আসা সরফরাজ আর ননস্ট্রাইক এন্ডে ফিরতে পারেননি। ৪৮ বলে ফিফটি করা সরফরাজ সাজঘরে ফেরেন ৬২ রানে।

এরপর জাদেজা তার ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন। পূরণ করেছেন ৩ হাজার রানও। ২১২ বলে ৯ চার আর ২ ছক্কায় ১১০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন এই অলরাউন্ডার। তার সঙ্গে নাইটওয়াচম্যান হিসেবে আছেন কুলদীপ যাদব ১ রানে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২৪)