সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়স্ত্রণে রাখতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিংড়া থানা চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। ওপেন হাউজ ডে তে প্রধান অতিথি নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি শাহাবুদ্দিনের সামনে মাদক,জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন সংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় লোকজন।

মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, চুরি, ডাকাতি বন্ধে সকল সমস্যার প্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা পুলিশ সুপার মুন্সি শাহাবুদ্দিন তাদের আশ্বস্ত করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারমেন মিজানুর রহমান মিজান।

এসময় উপস্থিত ছিলেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সদস্য সাংবাদিক রাকিবুল ইসলাম,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

(এমএমএ/এএস/নভেম্বর ১৩, ২০১৪)