রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাজেদা খাতুন নামের এক বাক প্রতিবন্ধী রান্না করতে যেয়ে আগুনে পুড়ে সাতক্ষীরা সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গত বুধবার রাত ৯টার দিকে সাতক্ষীরা সদরের বালিয়াডাঙা গ্রামে নিজ বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন।

দৃষ্টি প্রতিবন্ধী বালিয়াডাঙা গ্রামের রেজাউল ইসলাম জানান, তার স্ত্রী সাজেদা একজন বাক প্রতিবন্ধী। বুধবার রাত ৯টার দিকে বাড়িতে রান্না করার সময় শাড়ির আঁচলে আগুণ লাগায় সে দগ্ধ হয়। তার চিৎকারে স্থানীয় নজিবুন খাতুনসহ কয়েকজন তার শরীরের আগুন নেভানোর চেষ্টা করে। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আহছানুল কবীর শিপলু জানান, সাজেদার (৩৫) দুই পা, উরু ও তলপেটের ৩০ শতাংশ পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২৪)