রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : রৌমারী শহরের সৌন্দর্যবর্ধনে ভোলা মোড়ে জাতীয় ফুল শাপলার একটি ডেমি নির্মাণ করা হচ্ছে। ‘লাপাশা’ নামের একটি জাতীয় সামাজিক সংগঠন প্রায় ৭০ হাজার টাকা ব্যয়ে ডেমিটি নির্মাণ করছে।

এটি নির্মাণ হলে শহরের কেন্দ্রবিন্দু খ্যাত ভোলা মোড়ের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাবে বলে সাধারণ মানুষ মনে করেন। লাপাশা’র নির্বাহী পরিচালক কবি ও সাংবাদিক নাজিম আহমেদ বলেন, শুধু শাপলার ডেমিই নয়; সেখানে থাকবে দৃষ্টিনন্দন পানির ফোয়ারা, রেলিং ও রেলিংয়ের ভিত্তিটি টাইলসে মুড়িয়ে দেয়া হবে। দীর্ঘদিন ধরে এমন একটি ডেমি নির্মাণ আমাদের তাড়িত করেছে। যা করতে পেরে ভাল লাগছে।

(আরআইএস/এএস/নভেম্বর ১৩, ২০১৪)