মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : প্রতি বছরের মতো এবারও আগামি ২২, ২৩ এবং ২৪ ফেব্রুয়ারি বৃস্পতিবার শুক্রবার ও শনিবার লক্ষীপুর সাইফিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হতে যাচ্ছে  ৩ দিনের সুন্নী এস্তেমা।

এস্তেমা আয়োজক কমিটি জানান ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ফজর নামাজ শেষে জিকির আসকার আর এবাদত বন্ধেগির মধ্যে দিয়ে শুরু হবে ৩ দিনের সুন্নী এস্তেমা।

বাদ জোহর দুপুর ২ টায় এস্তেমা উদ্বোধন করবেন সাইফিয়া দরবার শরীফ লক্ষীপুর এর বর্তমান পীর সাহেব আলহাজ হযরত মাওলানা শাহ মুহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দীকী (আস-সাইফি)।

দেশের বিভিন্ন স্থান থেকে এস্তেমায় যোগ দেবেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীগণ।

গত কয়েকদিন ধরে এস্তেমা মাঠ, মুল প্যান্ডেল, মঞ্চ, প্রধান ফটক, খাওয়ার স্থান, নিরাপত্তা ব্যবস্থা, টয়লেট, ভ্রাম্যমান চিকিৎসা ক্যাম্প, গাড়ী পাকিং সহ নানা সাজ সজ্জা সহ যাবতীয় প্রস্তুতি শুরু করছেন সাইফিয়া দরবার শরীফ এস্তেমা আয়োজক কমিটি আঞ্জুমান জাকেরিন মুজাহিদ কেন্দ্রীয় পরিষদ।

২২, ২৩, এবং ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতি, শুক্র ও শনিবার লক্ষীপুর জেলার চর রমনীমোহন ইউনিয়নের অর্ন্তগত মজু চৌধুরী ঘাট সংলগ্ন প্রধান সড়কের পাশে অবস্থিত সাইফিয়া দরবার প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী সুন্নী এস্তেমা ২০২৪ ।

উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ অলিয়ে কামেল শাহসূফী মুর্শিদে হক লক্ষীপুরী আলহাজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী (রহ.) প্রবর্তিত রাসূল প্রেমের মহাসমাবেশ খ্যাত পবিত্র সুন্নী এস্তেমা ঘিরে মাসব্যাপী ব্যাপক দাওয়াত কার্য চলছে।।

তিনদিন ব্যাপী অনুষ্ঠিতব্য সুন্নী এস্তেমায় আত্মশুদ্ধিতার জন্য ঈমান আমল ও আকিদা বিষয়ে মুল্যবান বয়ান পেশ করবেন দেশ বরেণ্য ওলামায়ে কেরামগন। এস্তেমায় মূল বয়ান পেশ করবেন এবং আখেরী মোনাজাত পরিচালনা করবেন সাইফিয়া দরবার শরীফ লক্ষীপুর এর বর্তমান পীর সাহেব, রাহনুমায়ে আশেকানে সাইফি আলহাজ হযরত মাওলানা শাহ মুহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দীকি আস-সাইফি।

এস্তেমায় আগতদের সুবিধার্থে প্রতিটি জেলার জন্য ভিন্ন ভিন্ন ছপ নির্ধারণ করা হয়েছে যা ট্যাবসেটের মাধ্যমে খুঁজে পাওয়া যাবে খুব সহজে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, ভ্রাম্যমাণ স্বাস্থ্য সেবা ও বিনামূল্য ঔষধ বিতরণ, স্বাস্থ্যবিধি মেনে চলতে মাস্ক বাধ্যতামূলক করা হবে বলে জানান এস্তেমা এস্তেমা আয়োজক কমিটি।

উল্লখ্য, প্রতিবছর প্রায়ই লক্ষাধিক লোকের সমাগম ঘটে এই সুন্নী এস্তেমায় এবারও তার ব্যাতিক্রম হবেনা বলে জানান এস্তেমা আয়োজক কমিটি।

(আইইউএস/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০২৪)