রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার  শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পূর্ব বিড়ালক্ষী এলাকার খোলপেটুয়া নদীর বেঁড়ীবাধ ও নদী ভাঙ্গন রক্ষার্থে স্থানীয় শতাধিক মানুষ সম্প্রতি জেলা প্রশাসক বরাবর আবেদন  করেছেন।

জেলা প্রশাসকের নির্দেশে আটুলিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোশাররফ হোসেন তদন্ত-পূর্বক প্রতিবেদন এসিল্যান্ড অফিসে প্রেরণ করেছেন। তিনি তার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন নাইনটি পাইপে পানি উঠা নামার কারণে অধিকাংশ বেঁড়িবাধে ধস নেমেছে। এ অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে প্রাকৃতিক কারণে জোয়ারের পানি ও অস্বাভাবিক ভাবে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হলে যেকোনো মুহূর্তে এলাকা প্লাবিত হয়ে জানমালের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান এর পক্ষ থেকে উল্লেখিত এলাকায় মাইকিং করে নাইনটি পাইপ অপসারণের নির্দেশ দিলেও নদী ভাঙ্গন এলাকায় নাইনটি পাইপ দ্বারা পানি উঠানামা অব্যাহত রয়েছে। এলাকাবাসী এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

(আরকে/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০২৪)