বগুড়া প্রতিনিধি : বগুড়া শহর আওয়ামীলীগ নেতা সুলতান মাহমুদ খান রনিসহ নেতৃবৃন্দের উপর ককটেল হামলার ঘটনায় দায়ের করা মামলায় বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম সহ ৭ বিএনপি নেতার জামিন মজ্ঞুর করেছে হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর দ্বৈত বেঞ্চ বৃহস্পতিবার এই জামিন মঞ্জুর করেন। জামিন প্রাপ্তরা হলেন, জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক জয়নাল আবেদিন চাঁন, সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমু, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শাহাবুল আলম পিপলু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাসানুজ্জামান পলাশ এবং জেলা স্বর্ন শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শ্রমিকদল নেতা আবু জাকির হোসেন মিঠু।হাইকোর্টের আইনজীবি ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহিন জানান, আওয়ামীলীগ নেতার দায়ের করা মামলায় ২৫ জনের মধ্যে বৃহস্পতিবার জেলা বিএনপির ৭ নেতা হাইকোর্টে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। হাইকোর্টের বিচারক শুনানী শেষে ৪ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। বিএনপি নেতৃবৃন্দের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এ্যাড. খন্দকার মাহবুব হোসেন।

উল্লেখ্য, চলতি বছরের ৩ সেপ্টেম্বর বগুড়া জেলা আওয়ামীলীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামীলীগের কয়েকজন নেতাকর্মী আহত হন। ওই ঘটনায় বগুড়া শহর আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক সুলতান মাহমুদ খান রনি বাদি হয়ে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামসহ নেতাকর্মীদের আসামী করে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন।

(এএসবি/অ/নভেম্বর ১৩, ২০১৪)